৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষ ক্যাটাগরিতে প্রথম ও ৩য় স্থান অর্জন করেছে। ২৯-৩০ এপ্রিল দুইদিন ব্যাপী এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে। স্কুল, কলেজ ও বিশেষ ক্যাটাগরিতে প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্ববধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ৩০ এপ্রিল বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও সার্টিফিকেট তুলেদেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএসই বিভাগের শিক্ষার্থী আল ইমরান অভি ও তৌফিক আহম্মেদ এর প্রজেক্ট সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেক্টর বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান এবং একই বিভাগে মীর্জা গোলাম রসুল ও মোঃ ফখরুল আলম এর প্রজেক্ট কুইক পজ বিশেষ ক্যাটারিতে ৩য় স্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।